1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ অপরাহ্ন

রাউজানে ভদন্ত ধর্মানন্দ থের’র মহাথের বরণ ২৩,২৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদন
  • সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ পঠিত

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সদস্য , রাউজান কেউটিয়া খামার বাড়ি সার্বজনীন ধর্মদূত  বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ থেরর মহাথের বরণোৎসব ও সম্প্রীতি সম্মেলন আগামী ২৩,২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার  দুই দিনব্যাপী  নিজ  বিহারে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রথম  দিনে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ২ টায় নিজ জন্মভূমিতে গমন ,অন্তর্বর্তীকালীন সংঘনায়ক সংঘগুরু ধর্মপাল মহাথের,   শাসনসেবক প্রজ্ঞানন্দ মহাথেরর শ্মশানবেদীতে পুষ্পমাল্য অর্পণ ,ব্যাজ প্রদান, শপথ বাক্য পাঠ,  সন্ধ্যা ৬ টায়  আলোচন সভা অনুষ্ঠিত হবে।

সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম জসিম উদ্দিন হিরু। বিশেষ অতিথি থাকবেন বিশেষ অতিথি থাকবেন আওয়ামী নেতা আলহাজ্ব নুরুল আমিন, রাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া , ইউপি সদস্য দিলীপ দে, ইউপি সদস্য রেহেনা আকতার।

অনুষ্ঠানের শেষ দিনে শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৮ টায় বুদ্ধ পূজা, সীবলি পূজা, উপগুপ্ত মহাথেরর পূজা। সকাল ৯ টায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথেরর সভাপতিত্বে আশীর্বাদক থাকবেন সহ উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের, পূর্ব ইদিল্পুর শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত বিমলানন্দ মহাথের, প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ভদন্ত অধ্যাপক বিপুলানন্দ মহাথের ,  উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের,প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব প্রজ্ঞাবারিধী অধ্যাপক সুমেধানন্দ মহাথের, মহাথের।বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের, বাংলাদেশ বুড্ডিস্ট মংক সোসাইটির সভাপতি ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সাধারণ সম্পাদক ভদন্ত পরমানন্দ মহাথের ।

বিকেল ১.৩০টা মহাথের অভিধা প্রদান, সমান্মনা ,  সদ্ধর্ম সভা ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী   মহাথের, প্রধান অতিথি থাকবেন ২৯তম সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, আশীর্বাদক থাকবেন সহ উপসংঘনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের , প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন  খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত উ পঞ্ঞ চক্ক মহাথের। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ সভাপতি রাজগুরু ভদন্ত অভয়ানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সম্পাদক ধর্মদূত ভদন্ত সোভিতানন্দ মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন ভদন্ত সুমিত্তানন্দ থের।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!