বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত এর উদ্যােগে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
আজ ১৫ জুলাই শুক্রবার কুয়েতের সালোয়াসহ এক বাসায় মহাসমারোহে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
বুদ্ধ পূজা, সীবলী পূজা ও আটাশ বুদ্ধের পূজা উৎর্সগ সহ পঞ্চশীল ও সদ্ধর্ম দেশনা করেন – টেলিফোনে সংযুক্ত হয়ে রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সৈয়দবাড়ী শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবংশ মহাথের ।
উপদেষ্টা বটন বড়ুয়া- সভাপতিত্বে আষাঢ়ী পূর্ণিমা শীর্ষক ধর্মীয় আলোচনায় অংশ গ্রহণ ও উপস্হিত ছিলেন -রূপায়ন বড়ুয়া, টিপু বড়ুয়া, উওম বড়ুয়া, বাবুল বড়ুয়া (১), দুলাল কান্তি বড়ুয়া, বাবুল বড়ুয়া(২), সংঘ তরু বড়ুয়া, মঞ্জন বড়ুয়া, রিটন বড়ুয়া, চন্দন বড়ুয়া, উত্তম বড়ুয়া (২), রয়েল বড়ুয়া, সৌরভ বড়ুয়া, অপি বড়ুয়া প্রমুখ।
রোমেল মুৎসুদ্দির সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন উওম বড়ুয়া (২)
সভায় বক্তরা ,সাম্প্রদায়িকতা সম্প্রীতির সমুজ্জ্বলে “অহিংসা পরম ধর্ম” মন্ত্রে বাংলাদেশের সৃমদ্ধি কামনা করেন। উল্লেখ্য যে, সমিতির অধিকাংশ সদস্যদদের উপস্থিত হওয়ায় উক্ত অনুষ্ঠান এক মিলনমেলায় পরিনত হয়। পরিশেষে মধ্যান্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।