1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন

সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রতিবেদক
  • সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৭২ পঠিত

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বুদ্ধ জয়ন্তী ২৫৬৬ বুদ্ধাব্দ , নবম সংঘরাজ ভদন্ত নাগসেন মহাথের ও দশম সংঘরাজ পন্ডিত ভদন্ত জ্যোতিপাল মহাথের’র  স্মরণ সভা , শান্তি শোভাযাত্রা, সেমিনার, অষ্টপরিষ্কার সহ সংঘদান, সম্মাননা -উপাধি প্রদান , ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন  ২ দিনব্যাপী অনুষ্ঠান মালায় আগামী ২৬ ও ২৭ মে  বৃহস্পতিবার ও শুক্রবার নগরীর আগ্রাবাদ বনানী ধ্রুবতারা কনভেনশন হলে  অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ মে) সকালে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, সদ্ধর্ম আলোচনা সভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের,উদ্বোধক ছিলেন ভদন্ত শাসনানন্দ মহাথের, বিশেষ অতিথি ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধী প্রিয়দর্শী মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের, ভদন্ত ধর্মদর্শী মহাথের, ভদন্ত ধর্মসেন মহাথের, ভদন্ত রত্নপ্রিয় মহাথের, ভদন্ত বিজয়রক্ষিত মহাথের, ভদন্ত শাসনমিত্র মহাথের, ভদন্ত শীলভদ্র মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত জিনালংকার মহাথের, ভদন্ত ধর্মপাল মহাথের, ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের, ভদন্ত জিনানন্দ মহাথের, ভদন্ত ধর্মপাল মহাথের, ভদন্ত বসুমিত্র মহাথের প্রমুখ।

ভদন্ত তিলোকাবংশ মহাথেরর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক সুনন্দ মহাথের, মংগলাচরণ করেন ভদন্ত চন্দ্রবংশ থের, ভদন্ত লোকাবংশ থের।

দুপুরে বিশিষ্ট কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া ও তার দল বুদ্ধ কীর্তন পরিবেশন করে।

বিকেলে সম্মাননা -উপাধি প্রদান , ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে সভাপতিত্ব করেন সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, ভদন্ত দেবমিত্র মহাথের, প্রধান আলোচক ছিলেন ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের। আলোচক ছিলেন ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত শাসন রক্ষিত মহাথের, ভদন্ত জ্ঞানেন্দ্রীয় থের, ভদন্ত জ্যোতিসেন থের, ভদন্ত উওমানন্দ থের প্রমুখ ।

ভদন্ত রতনানন্দ থেরর সঞ্চালনায়  উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের,  স্বাগত বক্তব্য রাখেন ভদন্ত এম, বোধিমিত্র মহাথের, মংগলাচরন করেন ভদন্ত সত্যপাল মহাথের, ধন্যবাদ জ্ঞাপন করেন ভদন্ত শীলমিত্র থের।

অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য ভদন্ত প্রিয়রত্ন মহাথেরকে সদ্ধর্মশ্রী ,ভদন্ত ডঃজ্ঞানরত্ন মহাথেরকে দর্শনভানক, ভদন্ত ডঃশরনপাল মহাথেরকে সদ্ধর্মতিলক, ভদন্ত দয়ানন্দ মহাথেরকে শাসনবন্ধু, ভদন্ত তিলোকাবংশ মহাথেরকে সদ্ধর্মজ্যোতি, ভদন্ত প্রজ্ঞেন্দ্রিয় মহাথেরকে প্রজ্ঞানিধি, ভদন্ত ফ্রা এইচ মহীপাল থেরকে শাসনকীর্তি উপাধি প্রদান করা হয়।

 

 

 

 

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!