শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেওয়া এক বাণীতে সংঘরাজ একুশে পদক প্রাপ্ত ,শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের এই শুভেচ্ছা জানান।
বাণীতে শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের বলেন, বুদ্ধের জন্ম ,বোধিলাভ এই দিনটি আমাদের জন্য আনন্দের হলেও আরেকদিকে তাঁর মহাপরিনির্বাণ জনিত ঘটনার ঘটনায় বেদনাময় দিন।
বর্তমান বিশ্বে বুদ্ধের দর্শন ও শিক্ষাকে যথাযথ অনুশীলনের অভাবে হানাহানি,মারামারি,পারস্পরিক শ্রদ্ধাবোধ ও স্নেহ প্রদর্শনের অভাব, অবিশ্বাস এবং হিংসা নিন্দা , পরশ্রীকাতরতা নামক মার সমূহ অনাকাঙ্ক্ষিত ভাবে বেড়েই চলেছে। শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন নীতি নৈতিকতা এবং আদব কায়দা শিক্ষার মাধ্যমে এসব খারাপ সংস্কার গুলি দূরীভূত করা প্রয়োজন।
বুদ্ধ পূর্ণিমার দিনে এসব খারাপ সংস্কার দূরীভূত করবো এই হোক সকলের প্রতিজ্ঞা। আমাদের মনে রাখতে হবে এই ধরায় জন্মগ্রহন করেছি মৃত্যু বরণ করার জন্য। কিন্তু এই ক্ষণিকের বেঁচে থাকার মধ্যে আমাদের কৃত কর্ম সমূহ কেবল মৃত্যুর সময় চলে যাবে। আর কিছুই সংগে চলে যাবেনা।তাই প্রত্যেককে পরিশুদ্ধ ভাবে শীল পালন করার জন্য আহবান জানাচ্ছি।
বুদ্ধ পূর্ণিমার মূল প্রতিপাদ্য বিষয় হলো সবার মাঝে বোধি চেতনা জাগ্রত করা। আসুন এ দিনে নিজের অন্ত মনকে পরখ করে দেখি আর বোধিচিত্তে নিজেকে বিশ্লেষন করে পরিশুদ্ধতা লাভ করি।