বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সাংস্কৃতিক সচিব,রাঙ্গুনীয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের মহাসচিব, পাট্টালীকুল আনন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনপ্রিয় স্থবিরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানমালা আজ রাঙ্গুনীয়ায় শুরু হচ্ছে।
বুধবার প্রথম দিনে বিকেল ৩ টায় ভদন্ত শাসনপ্রিয় স্থবির’র পবিত্র মরদেহ নিয়ে শোভাযাত্রা বের হবে। বিকেল ৪ টায় আলং নৃত্য পরিবেশিত হবে। রাত ৯ টায় বুদ্ধ কীর্তন ।
বৃহস্পতিবার ৫ এপ্রিল শেষ দিনে সকাল ৮.৩০ টায় প্রয়াত ভদন্ত শাসনপ্রিয় স্থবিরর নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও সদ্ধর্ম আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি উপসংঘরাজ জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের, প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সভার সাধারণ সম্পাদক ড. সংঘপ্রিয় মহাথের, মুখ্য আলোচক থাকবেন ভদন্ত শাসনবংশ মহাস্থবির । বিশেষ অতিথি থাকবেন ভদন্ত শীলরক্ষিত মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত শাসনমিত্র মহাথের, ভদন্ত জিনানন্দ মহাথের, ভদন্ত জিনালংকার মহাথের, ভদন্ত বিনয়পাল মহাস্থবির , ভদন্ত শাসনপ্রিয় মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের, ভদন্ত রাহুলপ্রিয় মহাথের, ভদন্ত দেবমিত্র মহাথের , ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত আয্যপ্রিয় মহাথের, ভদন্ত এল, অনিরুদ্ধ মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের, ভদন্ত দীপংকর মহাথের,ভদন্ত বুদ্ধানন্দ মহাথের, ভদন্ত উ সুবর্ণ থের।
দুপুর ১ টায় অনিত্য ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, প্রধান জ্ঞাতি থাকবেন উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, মুখ্য আলোচক থাকবেন অধাপক ড. জিনবোধি মহাথের, প্রধান আলোচক থাকবেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, প্রধান ধর্মদেশক ড. ধর্ম কীর্তি মহাথের। বিশেষ অতিথি থাকবেন ভদন্ত ধর্মদর্শী মহাথের, ভদন্ত বসুমিত্র মহাথের, ভদন্ত ধর্মমিত্র মহাথের, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, ভদন্ত শাসনশ্রী মহাথের, ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের, ভদন্ত কুশলায়ন মহাথের , পি লোকানন্দ মহাথের, ভদন্ত ধর্মানন্দ মহাথের, ভদন্ত বিপুলাসেন মহাথের।
বিকাল ৪.৩০টায় আলং নৃত্য পরিবেশিত হবে। বিকেল ৫ টায় আতশবাজি প্রজ্বলন ও আকাশ প্রদীপ উড্ডয়ন । সন্ধ্যা ৬ টায় প্রয়াত শাসনপ্রিয় স্থবির’র পবিত্র মরদেহে অগ্নি সংযোগ।