সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের ৪৫ তম বার্ষিক সাধারণ সম্মেলন, ত্রিবার্ষিক কার্যকরী কমিটি গঠন, গণ সংবর্ধনা , অষ্টপরিষ্কার সহ সংঘদান , স্মরণ সভা, বৃত্তি , সনদ বিতরণ , অনুষ্ঠান ,দাতাদের সম্মাননা আগামী ২৪ , ২৫ মার্চ বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়স্থ বিশ্ব শান্তি প্যাগোডায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ২৪ মার্চ ৪৫ তম সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথের, প্রধান জ্ঞাতি থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের, উদ্বোধক থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব ভদন্ত বিপুলসেন মহাথের।
শুক্রবার ২৫ মার্চ সকালে মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক, দশম সংঘরাজ প্রয়াত পন্ডিত জ্যোতি:পাল মহাথের’র ২০তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান , স্মরণ সভা ও ভদন্ত শাসনরক্ষিত মহাথেরকে গণ সংবর্ধনা অনুষ্ঠান হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক , কর্মবীর ভদন্ত শীলরক্ষিত মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সহ সভাপতি জিনানন্দ মহাথের, উদ্বোধক থাকবেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যান ভদন্ত ড. জ্ঞানরত্ন মহাথের।প্রধান স্বদ্ধর্ম দেশক থাকবেন ভদন্ত ড. ধর্মকীর্তি মহাথের।
দুপুর ১ টায় গণ সংবর্ধনা , বৃত্তি , সনদ বিতরণ , সম্মাননা অনুষ্ঠান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ , স্মৃতিধর ড. শীলানন্দ মহাস্থবির’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২১ শে পদকে ভূষিত , সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের, আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ , জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের, প্রধান আলোচক থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সহ সভাপতি ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের উপদেষ্টা ভদন্ত বিনয়পাল মহাথের, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের অর্থ সম্পাদক ভদন্ত সুগতপ্রিয় মহাথের।