বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নবম সংঘরাজ প্রয়াত নাগসেন মহাস্থবিরর স্মৃতি স্মরণে ১১৪ তম জন্মজয়ন্তী , সুদেশক , স্বদ্ধর্মতিলক বুদ্ধপ্রিয় স্থবির’র মহাস্থবির বরণ , শ্রীমান প্রিয়বোধি শ্রামণ ও প্রিয়জ্যোতি শ্রামণের উপসম্প্রদা অনুষ্ঠান আগামী ২৪ , ২৫ মার্চ বৃহস্পতিবার ও শুক্রবার চন্দনাইশ পূর্ব জোয়ারা সন্তোষ বিহারে অনুষ্ঠিত হবে।
শুক্রবার ২৫ মার্চ সকালে অষ্টপরিষ্কার সহ সংঘদানে আশীর্বাদক থাকবেন লক্ষণেরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মদর্শী মহাথের। সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু পরিষদের সভাপতি বিমুক্তিবারিধি ভদন্ত রত্নপ্রিয় মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি কর্মদূত ভদন্ত জিনালংকার মহাথের, উদ্বোধক থাকবেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাথের, প্রধান জ্ঞাতি থাকবেন জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ সংঘরশ্মি ভদন্ত ধর্মপাল মহাথের, প্রধান স্বদ্ধর্ম দেশক থাকবেন উনাইনপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র মহাথের।
দুপুর ১২.৩০ টায় উপসম্প্রদা ও মহাস্থবির বরণ অনুষ্ঠান ।
আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকে ভূষিত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাথের।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চন্দনাইশ জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।
প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপ-সংঘরাজ , স্মৃতিধর ড. শীলানন্দ মহাস্থবির, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, উপসংঘরাজ , জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের, প্রধান স্বদ্ধর্ম দেশক থাকবেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের,উদ্বোধক থাকবেন জামিজুরী সুমনাচার বিদর্শনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের, মুখ্য আলোচক সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তণ মহাসচিব এস লোকজিৎ স্থবির, প্রধান আলোচক থাকবেন ইউএস টিসির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, আলোচক থাকবেন ড. অর্থদর্শী বড়ুয়া।
ধর্মালোচক থাকবেন ভদন্ত দেবমিত্র মহাথের, ভদন্ত এল, অনিরুদ্ধ মহাথের, ভদন্ত জিনরত্ন মহাথের, ভদন্ত পরমানন্দ থের, ভদন্ত চন্দ্রজ্যোতি থের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত শাসনমিত্র মহাথের, জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, ভদন্ত রাহুলপ্রিয় মহাথের, ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথের, উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী , চন্দনাইশ পৌর সভার মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, লায়ন মৃদুল কান্তি চৌধুরী , ওসি রঞ্জিত কুমার বড়ুয়া, দানশীল ব্যাক্তিত্ব সুদুল কান্তি বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, অসিত বড়ুয়া, সুজন বড়ুয়া।