বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ , কুমিল্লা কনকস্তূপ বিহারের অধ্যক্ষ, দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের’র ২ দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ১৮ ও ১৯ মার্চ শুক্রবার ও শনিবার কুমিল্লা লাকসাম চাঁনগাঁও কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৩.৩০মিনিটে উপসংঘরাজ , কুমিল্লা কনকস্তূপ বিহারের অধ্যক্ষ, দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের’র পবিত্র মরদেহ নিয়ে শান্তি শোভাযাত্রা ।
সন্ধ্যা ৭ টায় বুদ্ধ কীর্তন পরিবেশিত হবে।
শুক্রবার (১৮ মার্চ ) সকাল ৯ টা প্রয়াত উপসংঘরাজ ভদন্ত গুনালংকার মহাথের, ভদন্ত বংশদীপ মহাথের, ভদন্ত পূর্ণানন্দ মহাথের, ভদন্ত দশম সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের এবং দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের স্মরণে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সম্পাদক ভদন্ত শাসনবংশ মহাথের, প্রধান অতিথি থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সহ সভাপতি ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, বিশেষ অতিথি থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত বিপুল বংশ মহাথের, নিউইয়র্ক বাংলাদেশ বিহারের অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন থের, প্রধান আলোচক থাকবেন ভদন্ত উখিয়া জ্ঞানসেন ভিক্ষু শ্রামন প্রশিক্ষণ কেন্দ্রের মহাপরিচালক ভদন্ত কুশলায়ন মহাথের, প্রধান সদ্ধর্ম দেশক থাকবেন রাংগামাটি রাজবন বিহারের আবাসিক ভদন্ত মেত্তাবংশ মহাথের।
দুপুর ১.৩০ মিনিটে উপসংঘরাজ দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের’র জীবন ও কর্ম নিয়ে সেমিনারে সভাপতিত্ব করবেন উপসংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত বিনয়পাল মহাথের। প্রধান অতিথি থাকবেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুচ ভুঁইয়া , বিশেষ অতিথি থাকবেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম ,লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, প্রফেসর ড. মোকাম্মেল এইচ ভূইয়া, লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান মহব্বত আলী , লালমাই উপজেলার ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু । আলোচনায় অংশ নেবেন , ভদন্ত ধর্মকীর্তি মহাথের, ড. প্রিয়দর্শী মহাথের, অসীম চৌধুরী , ড. সুকোমল বড়ুয়া, আব্দুল মমিন , অধ্যাপক স্বপন বড়ুয়া, আনন্দ বিকাশ চাকমা, অধ্যাপক ওমর ফারুক , স্থপতি বিশ্বজিত বড়ুয়া, ক্ষেত্র মোহন সুত্রধর ।
সন্ধ্যায় আলং নৃত্য পরিবেশিত হবে।
শনিবার (১৯ মার্চ) সকাল ৯ টায় উপসংঘরাজ , কুমিল্লা কনকস্তূপ বিহারের অধ্যক্ষ, দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের’র নির্বাণ সুখ কামনায় সংঘদান অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ২১ শে পদকে ভূষিত , সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের, সভাপতিত্ব করবেন উপসংঘরাজ ড. শীলানন্দ মহাথের, প্রধান অতিথি থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি উপসংঘরাজ জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের, প্রধান সদ্ধর্ম দেশক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সভার প্রাক্তন সাধারণ সম্পাদক এস লোকজিৎ থের।
২য় পর্বে সকাল ১১ টায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য , সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান , এ,আই,জি টি পুলিশ মোহাম্মদ শাহজালাল, পুলিশ সুপার ফারুক আহমেদ , লাকসাম উপজেলার চেয়ারম্যান এডভোকেট ইউনুচ ভুঁইয়া , লালমাই উপজেলার চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম ,কুমিল্লা সদর দক্ষিণ চেয়ারম্যান গোলাম সারওয়ার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, ট্রাস্টি জ্যোতিষ সিংহ , এডভোকেট এনায়েত উল্লাহ।
দুপুর ২ টায় আলং নৃত্য পরিবেশিত হবে।
বিকেল ৩ টায় অনিত্য ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাথের, আশীর্বাদক থাকবেন উপসংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথের, উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন শিল্প মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া, বিশেষ অতিথি আনজুম সুলতানা এমপি, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ড. সুকোমল বড়ুয়া, ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. বিদ্যুৎ বড়ুয়া, লায়ন অজিত রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী দিবেন্দু বিকাশ চৌধুরী , প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়া। প্রধান ধর্মালোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ভদন্ত অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের ।
বিকেল ৫ টায় উপসংঘরাজ , দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের’র অন্তিম রথযাত্রা। বিকেল ৫.৩০ আতশ বাজি প্রজ্বলন । সন্ধ্যা ৬ টায় দাহক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য ,উপসংঘরাজ , দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের (৮৩) গত ১৫ জানুয়ারি ২০২১ সালে দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াণ লাভ করেন । অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ও শুক্রবার হবার কথা ছিল। সরকারের জনসাধারণের চলাচল ও অন্যান্য কার্যক্রমের উপর বিধিনিষেধ থাকায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল।
বন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াণ লাভ করেন । অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ও শুক্রবার হবার কথা ছিল। সরকারের জনসাধারণের চলাচল ও অন্যান্য কার্যক্রমের উপর বিধিনিষেধ থাকায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল।