বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নতুন উপসংঘরাজ পদে বরিত হলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের।
বৃহস্পতিবার (১০ মার্চ) কক্সবাজারের রামু ফারিকুল বিবেকারাম বৌদ্ধ বিহারে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ৭৪তম বার্ষিক সাধারণ অধিবেশনে তাঁকে এ মনোনয়ন দেয়া হয়।
তিনি প্রয়াত উপসংঘরাজ কর্মবীর ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবিরের স্থলাভিষিক্ত হলেন।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ২১ শে পদকে ভূষিত , সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের,উপসংঘরাজ ত্রিপিটক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাথের , উপসংঘরাজ, শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবিরের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ভদন্ত অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, স্বাগত ভাষন প্রদান করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভদন্ত ভিক্ষু সুনন্দপ্রিয়, ত্রিপিটক পাঠ করেন ভদন্ত তিলোকাবংশ মহাথের, ধন্যবাদ জ্ঞাপন করেন ভদন্ত শীলমিত্র থের।