একুশে পদকে ভূষিত ,অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ,ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী,ফ্রা বিশুদ্ধিবংশ, শান্তিদুত, বাংলাদেশ ভিক্ষু মহাসভার ২৮ তম সংঘনায়ক ধর্মাধিপতি ভদন্ত শুদ্ধানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৩,৪,৫ মার্চ বুধবার,বৃহষ্পতিবার ও শুক্রবার ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠিত হবে।
বুধবার (২ মার্চ ) সকাল ৯ টা প্রয়াত সংঘনায়ক ও সংঘরাজগণের স্মরণে মহাসংঘদান ও প্রয়াত সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র স্মরণে স্মৃতি সভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ- সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, উদ্বোধক থাকবেন ঢাকা মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের। বিশেষ অতিথি থাকবেন ভদন্ত ধর্মদর্শী মহাথের, ভদন্ত জিনানন্দ মহাথের, ভদন্ত রত্নপ্রিয় মহাথের, ভদন্ত জিনালংকার মহাথের, ড. সুমঙ্গল মহাথের, ভদন্ত শীলভদ্র মহাথের, ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, ভদন্ত শাসনানন্দ মহাথের, ভদন্ত প্রিয়রত্ন মহাথের, ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, ভদন্ত অতুলানন্দ মহাথের, ভদন্ত জিনানন্দ মহাথের, ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত ধর্মকীর্তি মহাথের, ভদন্ত রাহুল্প্রিয় মহাথের, ভদন্ত শাসন রক্ষিত মহাথের, ভদন্ত কুশলায়ন মহাথের, ভদন্ত শীলানন্দ মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের। প্রধান আলোচক ড. সংঘপ্রিয় মহাথের।
বিকেল ৩ টায় জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ২৮ তম সংঘনায়ক ধর্মাধিপতি ভদন্ত শুদ্ধানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত বুদ্ধ প্রিয় মহাথের। প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার ফজলে নূর তাপস, বিশেষ অতিথি থাকবেন সাবের হোসেন এমপি , বাসন্তি চাকমা এমপি, প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, প্রাক্তন সচিব পবন চৌধুরী । সম্মানিত অতিথি থাকবেন কাউন্সিলর চিত্ত রজন দাশ , প্রফেসর ডা. মামুন আল মাহতাব, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, নেত্রসেন বড়ুয়া।
বিকেল ৫ টায় বৌদ্ধ যুব ও মহিলা সমাবেশ । বৌদ্ধ সমাজ বিনির্মাণে যুব ও মহিলা ভাবনা: প্রেক্ষিত-সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের। সভাপতিত্ব করবেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল , প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, উদ্বোধক থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল , সন্মানিত অতিথি থাকবেন ভাষা সংগ্রামী অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্দি।
বৃহষ্পতিবার (৩ মার্চ) সকাল ৯ টায় সংঘদান ও ধম্মালোচনায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, উদ্ধোধক থাকবেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত সুনন্দ মহাথের।বিশেষ অতিথি থাকবেন ভদন্ত জীবনানন্দ মহাথের, ভদন্ত শীলভদ্র মহাথের, ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, ভদন্ত উপঞঞ চক্কা মহাথের, ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের, ভদন্ত সুমঙ্গল মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, ভদন্ত দেবানন্দ মহাথের, ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবংশ মহাথের, ভদন্ত বিপসসী মহাথের,ভদন্ত বোধিপ্রিয় মহাথের।
সম্মানিত অতিথি থাকবেন ভদন্ত ড. ধর্ম প্রিয় মহাথের (ভারত), ভদন্ত ড. বুদ্ধপ্রিয় মহাথের (ভারত)। প্রধান আলোচক থাকবেন ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের।
দুপুর ২ টায় জাতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত বুদ্ধ প্রিয় মহাথের। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। উদ্ধোধক থাকবেন সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া, বিশেষ অতিথি থাকবেন দীপংকর তালুকদার এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদে সুমিতমোর, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন দীপাল সুরেশ সেনেভিরাতনে, বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স কুমার রায়, বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, এবিআর চেয়ারম্যান এএইচএম আর মুনিম, ড. নুহে উল আলম লেনিন, ড. মোহাম্মদ মুশফিকুর রহমান, দিলীপ কুমার বনিক, ফাদার বিজয় এনডি ক্রজ , রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ, এডভোকেট রানা দাশগুপ্ত , স্বজন কুমার তালুকদার, অভিনেতা পীযূষ বন্দোপাধ্যয়, অধ্যক্ষ হেমন্ত পিউজ রোজারিও, নির্মল রোজারিও।
সম্মানিত অতিথি থাকবেন অজিত রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী দিবেন্দু বিকাশ বড়ুয়া, দিপাল চন্দ্র বড়ুয়া, অশোক কুমার বড়ুয়া, অসীম রঞ্জন বড়ুয়া, স্বপন বড়ুয়া চৌধুরী , সুপ্ত ভূষণ বড়ুয়া, সুব্রত পাল, জে এল ভৌমিক।
শুক্রবার (৪ মার্চ) দুপুর ১.০০ টায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের।