বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ, অনাথবন্ধু,শাসনলংকার,কর্মবীর ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র নির্বাণ সুখ কামনায় অষ্টুপরিষ্কার সহ সংঘদান ও মরদেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠান আগামী ৪ ফেব্রুয়ারী শুক্রবার চট্টগ্রাম দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
উল্লেখ্য,উপ সংঘরাজ, কর্মবীর ভদন্ত সত্যপ্রিয় মহাথের গত ৩১ জানুয়ারি সোমবার ভোর ৪.৩০ টায় নিজ বিহারে প্রয়াণ লাভ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।