খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৌদ্ধ ধর্মালম্বীরা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) শহরের শাপলা চত্বরে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে একটি বিক্ষোভ মিছিল করে তারা। পরে সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রস্থল শাপলা চত্ত্বরে মনববন্ধন অনুষ্ঠিত হয়। ভদন্ত সুমনালংকার মহাথেরোর সভাপতিত্বে ১০টি বিভিন্ন বৌদ্ধধর্মীয় সংগঠন একাত্মতা প্রকাশ করে সম্মিলিত মানববন্ধনে সংহতি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন বৌদ্ধ ভিক্ষু সংসার ত্যাগী, তার কোনো ধন সম্পত্তি থাকে না, কারোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন না। ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির তেমনই একজন। তাকে তার বিহারেই গত সোমবার দিবাগত রাত কুপিয়ে হত্যা করা হয়।এ সময় বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।