বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ,দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, অনাথবন্ধু,শাসনলংকার,কর্মবীর ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো আর নেই। (অনিচ্চা বত সাংখারা….)
আজ সোমবার (৩১ জানুয়ারি) ভোর তিনটায় নিজ বিহারে প্রয়াণ লাভ করেন।
প্রয়াণকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন।