বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সহসভার ২৮তম সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথের এর মরদেহ রাউজান হোয়ারাপাড়া গ্রামে আনয়ন, শ্রদ্ধা জ্ঞাপন ও জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সুদর্শন বিহার মাঠে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সহসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো’র সভাপতিত্বে ২ দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯তম সংঘনায়ক বনশ্রী মহাথের, আশীর্বাদক ছিলেন ভদন্ত জীবনানন্দ মহাথের, ভদন্ত আনন্দমিত্র মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। উদ্বোধক ছিলেন সদ্ধর্ম জ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, বিশেষ অতিথি ছিলেন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, ভদন্ত বিপুলানন্দ মহাথের, রাজগুরু ভদন্ত অভয়ানন্দ মহাথের ।
অন্যান্যের মধ্যে প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল তালুকদার , বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুব শাখার সভাপতি পুস্পেন বড়ুয়া কাজল , সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুব্রত বরণ বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন।