বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাক্তণ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথের”র মরদেহ চট্টগ্রামের সর্বস্থরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য চট্টগ্রামে আনা হবে।
আজ শুক্রবার (২১ জানুয়ারি ২০২২) ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার হতে সরাসরি উনার জন্মজনপদ রাঙ্গুনিয়া উপজেলাধীন পদুয়া গ্রামে নেয়া হবে। ২২ জানুয়ারি শনিবার পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহার চত্বরে শ্রদ্ধাজ্ঞাপন ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এম.পি ।
আগামী ২৩ জানুয়ারি ২০২২ তারিখ রবিবার সকালে ঘটিকায় পদুয়া থেকে রাউজান উপজেলাধীন ঐতিহাসিক মহামুনি মহাবিহারে পবিত্র মরদেহ শ্রদ্ধা নিবেদন এর জন্য আনা হবে। বৈকালিক সংঘদান ও স্মৃতিচারণ সভা শেষে ঐ দিন বিকালে পবিত্র মরদেহ রাউজান হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহারে আনা হবে।
২৪ জানুয়ারি ২০২২ তারিখ সোমবার রাউজান হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহারে সকাল বেলা সংঘদান ও বিকালে স্মৃতিচারণ সভা শেষে নব পন্ডিত বিহার কাতালগঞ্জ চট্টগ্রামে সংঘনায়ক ভান্তের পবিত্র মরদেহ চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে।
২৫ জানুয়ারি ২০২২ তারিখ মঙ্গলবার সকালে নব পন্ডিত বিহার কাতালগঞ্জ চট্টগ্রাম মিলনায়তনে সংঘদান অনুষ্ঠান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী । সভা শেষে বিকালে ২৮তম সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথেরর পবিত্র মরদেহ বহনকারী গাড়ী ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।
উল্লেখ্য, ২৮ তম মহামান্য সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২,৩,৪ মার্চ ২০২২ তারিখ ধর্মরাজিক মহাবিহার ঢাকায় অনুষ্ঠিত হবে।