রাউজানের মহামুনি পাহাড়তলী যোগেন্দ্রে আরামের অধ্যক্ষ ভদন্ত সুমেধপ্রিয় মহাস্থবির (৭৮) আর নেই। (অনিচ্চা বত সাংখারা….)
আজ রবিবার (১৬ জানুয়ারি) সকালে নিজ বিহারে প্রয়াণ লাভ করেন। তিনি দীর্ঘদিন বাধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তিনি উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবিরে প্রিয় শিষ্য ছিলেন।