বাংলাদেশ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক প্রয়াত শুদ্ধানন্দ মহাথেরোর ৯০তম জন্ম-জয়ন্তী ঢাকা ধর্মরাজিকা মহাবিহারে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় পালিত হয়েছে।
শনিবার ১৫ জানুয়ারি ঢাকা ধর্মরাজিকা মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সংঘদান ও স্বরণ-সভায় বিশেষ অতিথি ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাশ।
স্বাগত: ভাষণ দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নব নির্বাচিত উর্ধতন সহ-সভাপতি পি. আর. বড়ুয়া। অন্যান্যদের মাঝে স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন ভদন্ত ভদন্ত সংঘানন্দ থেরো, ভদন্ত ধর্মানন্দ মহাথেরো, ভদন্ত কল্যাণজ্যোতি থেরো, নব নির্বাচিত মহাসচিব প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া, যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া, সহ-সভাপতি রনজিত কুমার বড়ুয়া, সাংগঠনিক সচিব অনুপম বড়ুয়া, সহ-সভাপতি কমলেন্ধু বিকাশ বড়ুয়া, অর্থ সচিব অনিমেষ বড়ুয়া, প্রচার সচিব প্রীতিশ রন্জন বড়ুয়া, যুব শাখার সভাপতি পুস্পেন বড়ুয়া কাজল প্রমুখ।