বান্দরবানে সড়ক দুর্ঘটনায় রুইফু পাড়া বৌদ্ধ বিহারের এক বৌদ্ধ ভিক্ষু মারা গেছেন।(অনিচ্চা বত সাংখারা…..)
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে বান্দরবান সদর থেকে রুমা উপজেলার গালেংগা যাওয়ার পথে ফারুক পাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ভদন্ত মেনরই ম্রো (৭০) নামে ওই ভিক্ষুর মৃত্যু হয়।
মেনরই ম্রো রুমা উপজেলার ৪নং গ্যালেংগা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের রুইফু পাড়া গ্রামের মৃত সিংমং ম্রোর পুত্র।
রুইফু পাড়া বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু বান্দরবান থেকে চান্দের গাড়ি করে গ্যালেংগা যাওয়ার সময় ফারুক পাড়ায় পৌঁছালে গাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে সড়ক থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।
বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিসা শেষে তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে ভদন্ত মেনরই ম্রোর মৃত্যু হয়।