ভারতের ত্রিপুরা কাঞ্চনপুর সাধনা বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত বিনয়ানন্দ মহাথের (৯৪) আর নেই।(অনিচ্চা বত সাংখারা…..)
মংগলবার( ১১ জানুয়ারি) ভোর ০৩.২০ টায় কাঞ্চনপুর বিভাগীয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি বাধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন।
তিনি রাউজানের ফতেনগর গ্রামের জন্মজাত সন্তান।