হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে প্রতিবছরের মত বৌদ্ধ মনীষী প্রয়াত উপ-সংঘরাজ শ্রীমৎ গুনালংকার মহাস্থবির ও সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মরণে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, আটাশ বুদ্ধের পূজা সহ সদ্ধর্মসভা আগামী ১৬ জানুয়ারি ২০২২ইং রবিবার সকালে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন, ড. জ্ঞানশ্রী মহাথের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচিত্র ধর্মকথিক উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জোবরা সুগত বিহারের অধ্যক্ষ, হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক, ভদন্ত শীলরক্ষিত মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত মহাথের। বিশেষ সদ্ধর্ম দেশক থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি কর্মদূত জিনালংকার মহাথের। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথের, সভাপতি হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বশান্তি প্যাগোডার অধ্যক্ষ প্রফেসর জ্ঞানরত্ন মহাথের।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির, ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত শাসনরক্ষিত মহাথের, ভদন্ত বিপুলসেন মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত ড. বুদ্ধপাল মহাথের, ভদন্ত সত্যপাল মহাথের, ভদন্ত লোকাবংশ থের।
এতে সকলের উপস্থিতি কামনা করেছেন সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির পরিচালনা কমিটি।