চট্টগ্রাম মহানগরীর কাতালগঞ্জ নব পন্ডিত বিহার কমপ্লেক্স বহুতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি )বহুতল ভবনের ভিত্তি প্রদানের ফলক উন্মোচন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী (পিন্টু), অভয় কুমার বড়ুয়া (রানা) , অনিমেষ তালুকদার । বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়ার সঞ্চালনায় সভার উদ্ভোধন ঘোষনা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির উর্দ্ধতন সহ-সভাপতি ধর্মসেনাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথের, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অবঃ ডিআইজি পিআর বড়ুয়া। মঙ্গলাচরণ করেন ভদন্ত রতনানন্দ ভিক্ষু ।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের, কাতালগঞ্জ নব পন্ডিত বিহারের অধ্যক্ষ ভদন্ত উপানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উর্দ্ধতন সহ-সভাপতি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সহ-সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, যুগ্ন মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া, যুগ্ন মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়া ,প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, স্থপতি বিশ্বজিত বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রকৌশলী নীরদ বরণ বড়ুয়া, অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া ,পুষ্পেন বড়ুয়া কাজল প্রমুখ বক্তব্য রাখেন । ধন্যবাদ জ্ঞাপন করেন অঞ্চল তালুকদার।