বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ,মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের অধ্যক্ষ,শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাস্হবিরের ৮১ তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড.জ্ঞানশ্রী মহাস্হবির, উপ সংঘরাজ,স্মৃতিধর ড. শীলানন্দ মহাস্হবির, উপ সংঘরাজ,শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্হবির,উপ সংঘরাজ ত্রিপিটক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাস্হবির, উপ সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাস্হবির,বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মনিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাস্হবির,মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবিরের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) পটিয়া উপজেলাস্হ ঐতিহ্যবাহী ধর্মগ্রাম মৈতলা গ্রামে অনুষ্ঠিত জন্মবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির,ভদন্ত দীপংকর মহাস্হবির,ভদন্ত বোধিমিত্র মহাস্হবির,ভদন্ত বুদ্ধপাল থের। উদ্বোধনী বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক অমলেন্দু বিকাশ বড়ুয়া,স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুগ্ম মহাসচিব অরুণ বড়ুয়া দেবু, বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া,সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া,ইউএসটিসির সাবেক ভিসি প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া,বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া,রাঙ্গামাটি সরকরি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সাধারন সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সমাজ কল্যাণ সচিব ও কোতোয়ালী থানা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক টিংকু বড়ুয়া, বৌদ্ধ যুব পরিষদের সাবেক সভাপতি বিকাশ কুমার চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুদুল কান্তি বড়ুয়া, বুড্ডিস্ট ডেভলাপমেন্ট ট্রাস্ট এর সভাপতি বিধান বড়ুয়া প্রমুখ.।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন থেকে জয়ন্তী নায়ক ভদন্ত শাসনপ্রিয় মহাস্হবির মহোদয়কে পুষ্প,ক্রেস্ট,মানপত্র বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর যুগ্ম সাধারন সম্পাদক সপু বড়ুয়া।