পটিয়ার ঠেগরপুনি গ্রামের লেবানন প্রবাসী সমাজকর্মী সত্যজিৎ চৌধুরী (লাতু) আর নেই । (অনিচ্চা বত সাংখারা…..)
বুধবার (৫ জানুয়ারী) রাত ১১ঃ৪৫ মিনিটে পটিয়া জেনারেল হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় ।
আজ বৃহষ্পতিবার (৬ জানুয়ারী) পটিয়ার ঠেগরপুনি গ্রামের নিজ বাড়ীতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।