কুমিল্লায় মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক,১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ১১১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুুুধবার (৫ জানুয়ারি) কুমিল্লার বরইগাঁও এ নবশালবন বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক কর্মবীর শীলভদ্র মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংঘরাজ জ্যোতিপাল মহাথের মৈত্রী পরিষদ কর্তৃক আয়োজিত সেমিনার “জ্যোতিপাল – তুমি শতাব্দির ইতিহাস ” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ গবেষক শিমুল বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান। সেমিনারের উদ্বোধন করেন প্রকৌশলী স্বপন সিংহ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, ড. প্রিয়দর্শি থের, গবেষক ড. গোলাম কিবরিয়া দীপু, চারুলতা সম্পাদক চারুউত্তম বড়ুয়া, গবেষক ড. জগন্নাথ বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া, যীশু বড়ুয়া, সুমন সিংহ প্রমূখ।