কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৈকালিক সংঘদান, অষ্টপরিষ্কারদান, শীতবস্ত্র বিতরণ, বার্ষিক সম্মেলন, আলোচনা সভা ও পন্ডিত সত্যপ্রিয় মহাথের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান রামু কেন্দ্রীয় সীমা বিহার চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামু উত্তর মিঠাছড়ি বনবিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ধর্মদেশনা দান করেন রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাথেরো, ফারিকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলমিত্র থেরো প্রমূখ ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রতন চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ শংকর বড়ুয়া। প্রধান জ্ঞাতীর বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ উত্তম কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ট্রাস্টি ও কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু ৫ নং ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাব সিরাজুল ইসলাম ভূট্রো, অবসরপ্রাপ্ত সুবেদার মেজর বাবু রবীন্দ্রনাথ বড়য়া, শিক্ষক ও লেখক, ধনিরাম বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, তরুন বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, রামু উপজেলা বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুন প্রমূখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক, শুভংকর বড়ুয়া।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার ৪২ জন ছাত্রছাত্রীর মাঝে পন্ডিত সত্যপ্রিয় মহাথের শিক্ষাবৃত্তি- ২০২১ (প্রতি বৃত্তি বাবদ ৩০০০ টাকা) প্রদান করা হয়।