বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনারের চেয়ারম্যান অধ্যাপক সনজিব বড়ুয়া রাত ৯.০০ঘটিকায় সংগঠনের নিজস্ব কার্যালয় জামালখান অফিসে চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন –
বোর্ড অব ট্রাস্ট চেয়ারম্যান :- প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া।
কার্যকরী কমিটি:-
প্রেসিডেন্ট :- সিদ্ধার্থ বড়ুয়া, এফসিএ
ভাইস প্রেসিডেন্ট :-
অনিমেষ তালুকদার
রাখাল চন্দ্র বড়ুয়া
সরোজ কুমার বড়ুয়া
সাধারণ সম্পাদক:- প্রকৌশলী প্রদীপ বড়ুয়া
যুগ্ম সাধারণ সম্পাদক:- মানস কুমার বড়ুয়া
কোষাধ্যক্ষ :- প্রীতিশ রন্জন বড়ুয়া
সাংগঠনিক সম্পাদক:- সনদ তালুকদার
প্রচার ও প্রকাশনা সম্পাদক:- বিপ্লব বড়ুয়া
হিসাব নিরীক্ষক সম্পাদক:- অপু বড়ুয়া
সাহিত্য ও শিক্ষা সম্পাদক:- ধ্রুব বরণ বড়ুয়া
সাংস্কৃতিক সম্পাদক:- জুয়েল বড়ুয়া প্রসূন
সম্মানিত কার্যকরী সদস্য :-
স্বদেশ কুসুম চৌধুরী
তুষার কান্তি বড়ুয়া
শীলানন্দ বড়ুয়া
অঞ্চল কুমার তালুকদার
প্রফেসর .ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া
কমলেন্দু বিকাশ বড়ুয়া
অলক বড়ুয়া
রন্জন বড়ুয়া
রুপায়ন বড়ুয়া
নেভী রাণী বড়ুয়া
প্রফেসর তুষার কান্তি বড়ুয়া
শিলাদিত্য মুত্সুদ্দী
প্রকৌশলী রুপক বড়ুয়া।