শুক্রবার (৩১ ডিসেম্বর ) অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে সকালে অষ্ট উপকরণ সহ সংঘদান ও আলোচনা সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত ধর্ম সেন মহাথের, ভদন্ত শাসনমিত্র মহাথের, ভদন্ত বোধিপাল মহাথের,ভদন্ত জিনালংকার মহাথের ।উদ্বোধক ছিলেন ছিলেন ভদন্ত শাসনানন্দ মহাথের।প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ধর্মদূত ভদন্ত এস.লোকজিৎ থের।দুপুর ১ টায় আলং নৃত্য পরিবেশিত হয়।
দুপুর ১.৩০ মিনিটে অনিত্যসভা ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ , শাসন শোভন , ড. জ্ঞানশ্রী মহাথের। আশীর্বাদক ছিলেন উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, উপ-সংঘরাজ শাসন স্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, উপ-সংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি। উদ্বোধক ছিলেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের , প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের।
বিশেষ অতিথি হিসেবে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, খদিতাজুল আনোয়ার সনি এমপি , ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব , বুড্ডিস্ট কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মংগলাচরন করেন ভদন্ত বিনয়লংকার থের।
সবুজ বড়ুয়া ও ডেনি বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন বিন্দু ভূষণ বড়ুয়া। উদযাপন পরিষদের সভাপতির বক্তব্য রাখেন ভদন্ত সুগতপ্রিয় মহাথের, সাধারণ সম্পাদকের বক্তব্য রাখেন শিক্ষক পলাশ কুসুম বড়ুয়া , প্রধান সমন্বয় কারীর ভাষন রাখেন ধনঞ্জয় বড়ুয়া রুবেল , অভ্যথনা পরিষদের সভাপতির ভাষণ দেন শিক্ষাবিদ বিধান চন্দ্র বড়ুয়া। উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন সুপর্ণা বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকার অনিমেষ কান্তি বড়ুয়া।