শুক্রবার (৩১ ডিসেম্বর ) অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে সকালে অষ্ট উপকরণ সহ সংঘদান ও আলোচনা সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক ভদন্ত শীলরক্ষিত মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত ধর্ম সেন মহাথের, ভদন্ত শাসনমিত্র মহাথের, ভদন্ত বোধিপাল মহাথের,ভদন্ত জিনালংকার মহাথের। দুপুর ১ টায় আলং নৃত্য পরিবেশিত হবে।
দুপুর ১.৩০ মিনিটে অনিত্যসভা ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ , শাসন শোভন , ড. জ্ঞানশ্রী মহাথের। আশীর্বাদক থাকবেন উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, উপ-সংঘরাজ শাসন স্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, উপ-সংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাথের।
প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, খদিতাজুল আনোয়ার সনি এমপি , ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব , বুড্ডিস্ট কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ।
বিকেল ৫.৩০ টায় আতশ বাজি প্রজ্জলন। সন্ধ্যা ৬ টায় পবিত্র শবদেহে অগ্নি সংযোগ ।