ভরা পূর্ণিমার
মহান এ শুভ বৈশাখী তিথি ক্ষণে,
মহামায়া কোল সুঘ্রাণ ছড়ায় সেই লুম্বিনী বনে!
আকাশে বাতাসে
আলোর ফোয়ারা অানন্দ ঝিকিমিক,
সুঘাণ ফুলের সৌরভে রাঙা মৌ মৌ চারিদিক।
মানবের মাঝে
সুঘ্রাণ এ ফুল পবিত্রতা নিয়ে এলে,
শত লক্ষ কোটি জনমেও না এমনই নজির মেলে।
কপিলাবস্তুর
শাক্যবংশের সত্য গৌতম খাঁটি,
দেখিয়ে দিলেন মুক্তির পথ মানবেরে পরিপাটি।
অহিংসা বাণীর
বিচরণ ধারা বিশ্বময় পরিশুদ্ধ,
অনন্ত সূর্য জগতের আলো বন্দনা করি বুদ্ধ।