কক্সবাজারের উখিয়া ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা কিরণ বিকাশ বড়ুয়া আর নেই।(অনিচ্চা বত সাংখারা..)
রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলোকিত মানুষ কিরণ বিকাশ বড়ুয়া’র ৫ ছেলে মেয়ের যথাক্রমে-অনির্বাণ বড়ুয়া রাঙামাটি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক। অপসরা বড়ুয়া (সিমি) কাস্টমস অফিসার, পুত্র সুনির্বাণ বড়ুয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর (ডিডি), এডভোকেট উর্বশী বড়ুয়া সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল (ডিএজি) এবং কনিষ্ঠ সন্তান সমাপন বড়ুয়া বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন কর্মরত আছেন।