রাউজান উপজেলার পূর্ব ইদিলপুর পূর্ণানন্দ বিহারের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ( ২৪ শে ডিসেম্বর) বিহার মিলনায়তনে এক সাধারণ সভায় বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা তথা সকলের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ৩ বছর মেয়াদী ২৮ বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন।
সভাপতি :- ভদন্ত এফ. সংঘপাল ভিক্ষু
সহ-সভাপতি :- বিমলমিত্র বড়ুয়া
সাধারন সম্পাদক :- সিকু কুমার বড়ুয়া
যুগ্ম সম্পাদক :- সুভাষ বড়ুয়া
যুগ্ম সম্পাদক :- তপু বড়ুয়া
শিক্ষা বিষয়ক সম্পাদক :- সুব্রত বিকাশ বড়ুয়া
যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক :- রনজন বড়ুয়া
অর্থ সম্পাদক :- রোমেন বড়ুয়া
যুগ্ম অর্থ সম্পাদক :- রাজু বড়ুয়া
সাংগঠনিক সম্পাদক :- অনিক বড়ুয়া (টুলু)
যুগ্ম সাংগঠনিক সম্পাদক :- কিরন বড়ুয়া
ধর্মীয় সম্পাদক :- খোকন বড়ুয়া
যুগ্ম ধর্মীয় সম্পাদক :- সেফাল বড়ুয়া
দপ্তর সম্পাদক :- মিল্টন বড়ুয়া (নপু)
যুগ্ম দপ্তর সম্পাদক :- সোহেল বড়ুয়া
যুগ্ম দপ্তর সম্পাদক :- দিপু বড়ুয়া
আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক :- রবিন বড়ুয়া চাদু (ফ্রান্স প্রবাসী)
যুগ্ম আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক:- বাবলু বড়ুয়া ( ফ্রান্স প্রবাসী)
প্রচার ও প্রকাশনা সম্পাদক :- অন্তর বড়ুুয়া
যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক :- মামুন বড়ুুয়া
যুগ্ম প্রচারও প্রকাশনা সম্পাদক :- দোলন বিহারী
তথ্য ও প্রযুক্তি সম্পাদক :- অপূর্ব বড়ুয়া (বাপ্পী)
যুগ্ম তথ্য ও প্রযুক্তি সম্পাদক :- অনিক বড়ুয়া
যুগ্ম তথ্য ও প্রযুক্তি সম্পাদক :- হ্নদয় বড়ুয়া
কার্যকরী সদস্য :-
দেবশোক বড়ুয়া
রুপন বড়ুয়া
জনি বড়ুয়া
সনজন বড়ুয়া।