বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর’র ১৯তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ২৫ ডিসেম্বর, শনিবার, বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের প্রয়াত সাংঘিক ও গৃহী ব্যক্তিদের স্মরণে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, সংবর্ধনা ও স্মৃতিচারণ সভায় সংবর্ধেয় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি অধ্যাপক বিপুলানন্দ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নব পণ্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের, চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ’র মহাসচিব, মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র সুযোগ্য উত্তরসূরী ভদন্ত সুমিত্তানন্দ থের, প্রধান ধর্মদেশক থাকবেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থের। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, যুগ্ম-মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি কমলেন্দু বিকাশ বড়ুয়া, স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, অগ্রসার এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মং হ্লা চিং, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- মহিলা শাখার সভাপতি অধ্যাপক স্মৃতি বড়ুয়া, সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত শ্রদ্ধানন্দ থের, ভদন্ত দীপানন্দ থের, ভদন্ত করুণানন্দ ভিক্ষু, ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, ভদন্ত রতনানন্দ ভিক্ষু। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক অবিনাশ বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত ভাষন প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি ডা. অনিল কান্তি বড়ুয়া, বক্তব্য রাখেন জাপান প্রবাসী অধ্যাপক স্মৃতি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক, গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ, সংগঠনের সহ-সভাপতি প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি স্বপন কান্তি বড়ুয়া, উদযাপন পরিষদের চেয়ারম্যান বিপ্লব বড়ুয়া বটু, সংগঠনের শিক্ষা সম্পাদক তাপস কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপন কান্তি বড়ুয়া, ১০ নং পূর্বগুজরা ইউপি’র ৭নং ওয়ার্ডের সদস্য বকুল বড়ুয়া, প্রচার সংঘ যুব’র আন্তর্জাতিক সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক অমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রচার সংঘ যুব’র প্রচার সম্পাদক যুবনেতা সিজার বড়ুয়া, প্রচার সংঘ যুব- উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, প্রচার সংঘ যুব’র দপ্তর সম্পাদক প্রকৌশলী রাহুল বড়ুয়া, প্রচার সংঘ যুব- উত্তর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী সুমন বড়ুয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রবীর বড়ুয়া, সঙ্গীত শিল্পী স্মরণ বড়ুয়া, ভূমি কর্মকর্তা বীর উত্তম বড়ুয়া প্রমূখ। পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের মহোদয়কে সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করা হয়, এছাড়া সংগঠক শুভাশিস বড়ুয়া সিন্টু, যুবনেতা সিজার বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, প্রকৌশলী রাহুল বড়ুয়া, ভূমি কর্মকর্তা বীর উত্তম বড়ুয়াকে সমাজ-সদ্ধর্ম ও সংগঠনের উন্নয়নে অবদান রাখায় পৃষ্ঠপোষক সম্মাননা প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের জনসাধারণ দেশের যে যেখনে আছে আজকের অনুষ্ঠানে সকলের উপস্থিতি সংগঠনকে ঐক্যের প্রতীক হিসাবে উল্লেখ করেন। অনুষ্ঠানে সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।।