1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন

পরলোকে দু’বাংলার জনপ্রিয় কবি-প্রাবন্ধিক-সম্পাদক হেমেন্দুবিকাশ চৌধুরী

প্রতিবেদক
  • সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৩৯ পঠিত

দু’বাংলার জনপ্রিয় কবি-প্রাবন্ধিক-সম্পাদক,মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া সহ সভাপতি,কলকাতা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সভাপতি হেমেন্দুবিকাশ চৌধুরী আর নেই। (অনিচ্চা বত সাংখারা…..)

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৭.৩৫ মি: চিকিৎসাধীন অবস্হায় কলকাতার স্হানীয় নাইটিংগেল হাসপাতালে পরলোকগমন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি চট্টগ্রামের পটিয়ার পিংগলা গ্রামের জন্মজাত সন্তান।

আজ দুপুর ১.৩০ মিনিটে কলকাতার   বউবাজার বৌদ্ধ ধর্মাংকুর বিহারে  অনিত্য সভা অনুষ্ঠিত হবে।

প্রয়াত হেমেন্দু বিকাশ চৌধুরী অনন্তকাল তিনি দুপার বাংলার বুদ্ধপ্রেমীদের কাছে স্মরণীয় বরণীয় নমস্য হয়ে থাকবেন।

বুদ্ধচর্চাবিদ রূপে দুপার বাংলায় জাতিধর্ম নির্বিশেষে সুপরিচিতি ছিলেন হেমেন্দু বাবু।বুদ্ধচর্চার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ‘জগজ্জ্যোতি’ পত্রিকা সম্পাদনা করেছেন ১৯৮০ থেকে। এ ছাড়া মহাবোধি ও বোধিভারতী পত্রিকাও তিনি সম্পাদনা করেছেন।

তাঁর অসাধারণ কর্মকীর্তির কিছু নমুনা —

নিজস্ব কাব্যগ্রন্থ : রক্তিম, বৃত্তে বৃত্তে আলোকবৃত্তে।

জীবনীগ্রন্থ : বোধিসত্ত্ব আম্বেদকর, শান্তির দূত ফুজি গুরু।

অনুবাদ গ্রন্থ : হিন্দু বৌদ্ধ ও মার্কসবাদ।

সম্পাদিত গ্রন্থ : বুদ্ধ প্রণাম, সূর্য প্রণাম,
আম্বেদকরকে নিবেদিত, অশোক ২৩০০,
বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা শতবর্ষ স্মারক গ্রন্থ,
ড: বি এম বড়ুয়া জন্মশতবর্ষ স্মারক গ্রন্থ,
কর্মযোগী কৃপাশরণ স্মারক গ্রন্থ,
জগদীশ কাশ্যপ জন্মশত বর্ষ স্মারক গ্রন্থ,
চিত্রাচার্য উপেন্দ্র মহারথী স্মারক গ্রন্থ,
রাহুল সাংকৃত্যায়ন স্মারক গ্রন্থ,
অনাগরিক মুনীন্দ্রজি স্মারক গ্রন্থ,
রবীন্দ্রমননে বুদ্ধ,
সংঘনায়ক ধর্মপাল মহাথের স্মারক গ্রন্থ,
ছন্দ ছড়ায় বুদ্ধ কথা, বুদ্ধ ভাবনার গল্প,
The Buddha in Poets’ Vision. ইত্যাদি
অনেক মূল্যবান প্রকাশনা।

আম্বেদকর পুরস্কার, ফজলুল হক পুরস্কার,মাইকেল মধুসুদন পুরস্কার, কৃপাশরণ স্বর্ণপদক,বিশুদ্ধানন্দ স্বর্ণপদক এবং Best Editor Award এ সম্মানিত হয়েছেন তিনি।

সাহিত্যকৃতির জন্য ভারতীয় সাহিত্যআকাদেমির Who’s Who of Indian Literature,American Biographical Institute, IBC (Cambridge)
থেকে প্রকাশিত ডিরেকটরিতে অন্তর্ভূক্ত।

ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার
সাধারণ সম্পাদক/সভাপতি পদে আসীন ছিলেন,
ছিলেন মহাবোধি সোসাইটি অব ইন্ডিয়ার সহসভাপতি,
বেঙ্গল থিয়সফিকাল সোসাইটির সভাপতি
এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মসমিতির সদস্য।

তথ্যঃ সমীর বড়ুয়া

 

 

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!