রাউজান উপজেলাধীন পূর্বগুজরাস্থ ঐতিহ্যবাহী ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা ও শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিহার পরিচালনা কমিটির সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রার্থনা পরিচালনা করেন বিহারাধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রবারণ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজয় কুমার বড়ুয়া, প্রকৃতি রঞ্জন বড়ুয়া, সুশীল কুমার বড়ুয়া, ডা. প্রমোতোষ বড়ুয়া, সজল কান্তি বড়ুয়া, দানবীর বড়ুয়া, বাবুল বড়ুয়া, কনক বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া রিকু, চন্দন বড়ুয়া, বিটু বড়ুয়া, মিল্টন বড়ুয়া, রুবেল বড়ুয়া, রয়েল বড়ুয়া। উপস্থিত ছিলেন কিরন বড়ুয়া, অভি বড়ুয়া, অত্থি বড়ুয়াসহ ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতি/ সংঘ নেতৃবৃন্দ ও প্রমূখ গ্রামবাসীবৃন্দ।
বক্তাগণ স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং রাউজানের অভিভাবক নন্দিত জননেতা জনাব এবিএম ফজলে করিম চৌধূরী এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাউজানকে সন্ত্রাসমুক্ত শান্তির জনপদে পরিণত করায়। সভায় জাতির পিতার জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে সকলকে মিষ্টিমুখ করানো হয়।