বুদ্ধের বাণী- শাবলু বড়ুয়া
প্রতিবেদক
-
সময়
সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
-
১৮৫
পঠিত
বুদ্ধের বাণী শুনলে সবার
জুড়ায় দেহমন,
করলে পালন নিয়মনীতি
বাড়ে পূণ্য ধন।
পালনেই হয় ধর্ম রক্ষা
বলেন বুদ্ধগণ,
তাই কুশলে থাকা উচিত
রত সর্বক্ষণ।
পরের হিতের জন্য কেউ
করিলে চিন্তন,
নিজের জন্যই করা হয় তা
বলেন বিজ্ঞজন।
অকুশল করব না কেউ
করি যদি পণ,
সারাক্ষণই থাকবে ভালো
সবার দেহমন।
শেয়ার দিন
এ জাতীয় আরো