বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সাবেক সভাপতি,বাংলাদেশ বৌদ্ধ সমিতির প্রাক্তন যুগ্ম মহাসচিব প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়া আর নেই।( অনিচ্চা বত সাংখারা….)
আজ শনিবার (১১ ডিসেম্বর) ভোর ৪.৫০ মিনিটে ঢাকা সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তাঁর সন্তান আমাদের অত্যন্ত পরিচিত মুখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বাসবী বড়ুয়াকে গত ৫ মাস আগে মৃত্যুবরণ করেন। প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়ার একমাত্র ছেলে মেটলাইফ ইন্সুইরেন্স এর ভাইস প্রেসিডেন্ট কামনাশীষ বড়ুয়া।
আজ ১১ ডিসম্ববর ২০২১ বিকাল ৪ টায় চট্টগ্রাম নন্দনকাননস্হ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে প্রয়াত প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়ার প্রথম অনিত্যসভা মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহার হতে তাঁর জন্মস্থান তেকোটায় নিয়ে যাওয়া হবে।
দ্বিতীয় অনিত্যসভা পটিয়া তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের মাঠে আগামীকাল ১২ ডিসেম্বর ২০২১, রবিবার দুপুর অনুষ্ঠিত হবে।