ধর্মের অগ্রণী সতত এ মন
প্রসন্ন মন করে স্বর্গে গমন।
শত্রুতা সর্বদা শত্রু বাড়ায়
মিত্রতা বোধে তা উপশম পায়।
বিবাদ আর কলহে নষ্ট সময়
উপলব্ধিতে তা প্রশমিত হয়।
হীনবীর্য, দুর্বল ও অসংযত
রিপুগণ পিছু তার নেয় অবিরত।
কলুষমুক্ত যিনি সত্যপরায়ণ
ধারণের যোগ্য সেই গৈরিক বসন।
অসারকে সার ভাবে, সারকে অসার
সারবস্তু লাভ তার হবে না তো আর।
সাধনাবিহীন মন কামের আধার
স্বীয় কর্মে তপ্ত সে হয় বারেবার।
পাপীজন উভলোকে দুর্গত হয়
পুণ্যবান সদা করে পুণ্য সঞ্চয়।
রাগ, দ্বেষ, মোহ থেকে মুক্ত যে জন
প্রজ্ঞার আলোকে তার পূর্ণ জীবন।