বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাক্তণ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথের”র মরদেহ চট্টগ্রামের সর্বস্থরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য চট্টগ্রামে আনা হবে।
আগামী ২০ জানুয়ারি ২০২২ তারিখে ঢাকা হতে সরাসরি মহাথের”র জন্মজনপদ রাঙ্গুনিয়া উপজেলাধীন পদুয়া গ্রামে নেয়া হবে।
তারপর ২২ জানুয়ারি মহামুনি পাহাড়তলী, ২৩-২৪ জানুয়ারি পাঁচখাইন, ২৫-২৬ জানুয়ারি সুদর্শন মহাবিহার হোয়ারাপাড়া, ২৭ জানুয়ারি আবুরখীল গ্রামে এবং ২৮ জানুয়ারি ২০২২ তারিখ নবপন্ডিত বিহার, কাতালগঞ্জ, চট্টগ্রামে রাখা হবে।
উল্লেখ্য, ২৮ তম মহামান্য সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২,৩,৪ মার্চ ২০২২ তারিখ ধর্মরাজিক মহাবিহার ঢাকায় অনুষ্ঠিত হবে।