থাইল্যান্ডের প্রাক্তন ভারপ্রাপ্ত সংঘরাজ সমডেট ফরা রাজমংগলাচান আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)
আজ বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) সকালে ৯৬ বছর বয়সে প্রয়াণ লাভ করেছেন।
তিনি কিডনি, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগে ভুগছিলেন।
তিনি ব্যাংককের প্রখ্যাত ওয়াট পাকনাম বিহারের বিহারধ্যক্ষ ছিলেন।
তিনি পবিত্র ত্রিপিটক বিষয়ক সর্বোচ্চ ডিগ্রী লাভ করেন। তিনি বিশ্বব্যাপী বৌদ্ধধর্ম ও মানব কল্যানে অসংখ্য কাজ করেছেন। বাংলাদেশে বৌদ্ধধর্ম কল্যানের জন্য তাঁর অবদান অনন্য।