আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ফটিকছড়ির আঞ্চলিক সংঘনায়ক, নানুপুর গৌতম বিহারের অধ্যক্ষ সদ্ধর্মধ্বজ্জ শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২১ ইংরেজি বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে।
আজ মংগলবার (৭ ডিসেম্বর) সদ্ধর্মধ্বজ প্রয়াত শ্রদ্ধালংকার মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া উদযাপন কমিটির এক জরুরি সভা উদযাপন কমিটির সভাপতি শ্রীমৎ সুগতপ্রিয় মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক শ্রীমৎ সুমনতিষ্য মহাথেরো, মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমৎ বিপুল বংশ থেরো, উদযাপন কমিটির কার্যকরি-সভাপতি সুপ্টু বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক পলাশ কুসুম বড়ুয়া, প্রধান সমন্বয়কারী ধনঞ্জয় বড়ুয়া রুবেল এবং স্টিয়ারিং কমিটির সভাপতি অবঃপ্রধান শিক্ষক বিধান চন্দ্র বড়ুয়া সহ উদযাপন কমিটির অন্যান্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২১ খ্রীঃ তারিখে অনুষ্ঠিতব্য প্রয়াত ভান্তের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্প্রতি হওয়া প্রাকৃতিক বিপর্যয় বা অতিবৃষ্টির কারণে নির্ধারিত স্থানে বিপুল জলাবদ্ধতার সৃস্টি হওয়ায় অনেক আলোচনা পর্যালোচনা ক্রমে এই সিদ্ধান্ত উপনীত হয় যে ১৬ ও ১৭ তারিখে অনুষ্ঠান সুসম্পন্ন করা সম্ভব নয়।
তাই উপস্থিত সকলের মতামতে সিদ্ধান্ত গৃহীত হয় বছরের শেষান্তে ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২১ খ্রীঃ রোজ বৃহস্পতিবার ও শুক্রবার তারিখে উক্ত আয়োজন ইতিপূর্বে গৃহীত প্রস্তুতি অনুসারে অনুষ্ঠিত হবে।
সভায় সাময়িক অসুবিধার কারণে অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের জন্য জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে নতুন তারিখে সকলের উপস্থিতি কামনা করা হয়।