আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বিজয় কুমার বড়ুয়া (নৌকা)।
সোমবার (৬ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রুমান খাঁন।
বড়হাতিয়া ইউনিয়নেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয় কুমার বড়ুয়া ব্যতিত অন্য কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় তিনিও বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিজয় কুমার বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পদে কর্মরত রয়েছেন।