পটিয়া করল অনিত্যদর্শন শ্মশানভূমি ভাবনা কুটিরের পরিচালক প্রয়াত সাধকপ্রবর ভদন্ত কল্যাণমিত্র থেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে অনিত্যসভা ও স্মৃতিচারণ সভা সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত শাসনপ্রিয় মহাথের।
আর্শীবাদক ছিলেন ভদন্ত আর্যকীর্তি মহাথের -সহ-সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা,প্রধান ধর্মদেশক ভদন্ত বসুমিত্র মহাথের-অধ্যক্ষ শাকপুরা তপোবন বিহার,প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের,প্রধান জ্ঞাতী ছিলেন সংঘরাজ পুর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের।
জাতীয় সংসদের হুইপ জনাব শামসূল হক চৌধুরীসহ বাংলাদেশের উভয় ভিক্ষু মহাসভার উল্লেখযোগ্য বিশিষ্ট ভিক্ষু সংঘ উপস্হিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুকর বড়ুয়া ও কীর্তনীয়া নয়ন বড়ুয়া।