সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সংগঠন মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(MWA).তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলা ও চট্টগ্রাম মহানগরকে নিয়ে এই সংগঠন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।
গত ২৯ অক্টোবর শুক্রবার খাগড়াছড়ি জেলা শাখার কমিটির গঠন কল্পের এক মতবিনিময় সভা গুইমারা উপজেলা সদরের নাজমা হোটেল এন্ড রেস্টুরেন্টের অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটি যূগ্ন আহ্বায়ক বাবু অংশেপ্রু মারমা অংশে সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য বাবু সাথোয়াইপ্রু চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা উপস্থিত সদস্যবৃন্দ তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।
সভা সকলে সর্বসম্মতিক্রমে চাইহলাপ্রু মারমাকে সভাপতি, হ্লাপ্রু মারমাকে সাধারণ সম্পাদক ও অমিত মারমা মংবাকে ১ নং সাংগঠনিক সম্পাদক হ্রাংপ্রুসাই মারমাকে ৩ নং সাংগঠনিক সম্পাদক, কালা মারমাকে ৩ নং সাংগঠনিক সম্পাদক করে ২ বছর মেয়াদে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করে প্রস্তাবিত কমিটি নামের তালিকা কেন্দ্রীয় কমিটি নিকট পাঠালে অদ্য ২৭ নভেম্বর কেন্দ্রীয় কমিটি জেলা শাখার কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সিনিয়র সহ সভাপতি মিতালী চৌধুরী, সহ সভাপতি সুশীল মারমা,সহ সভাপতি সাচিংনু মারমা, সহ সভাপতি পাইপ্রুচাই মারমা,যুগ্ন সাধারণ সম্পাদক নিঅংগ্য মারমা,সহ সাধারণ সম্পাদক উক্রা মারমা,প্রচার ও প্রকাশনা সম্পাদক সুইচিং মারমা,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মংতো মারমা,কোষাধ্যক্ষ সম্পাদক মংসানু মারমা,দপ্তর সম্পাদক উথোয়াই মারমা, মহিলা সম্পাদিকা এচিং মারমা, সহ মহিলা সম্পাদিকা নুশ্যাংচিং মারমা,সমাজ কল্যাণ সম্পাদক হ্রাংসাই মারমা,ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হলাব্রেচাই মারমা,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মংসানু মারমা,মাতৃভাষা শিক্ষা বিষয়ক সম্পাদক ভদন্ত আগ্গাধাইমা ভিক্ষু, ধর্মীয় বিষয়ক সম্পাদক ভদন্ত জ্যোতিময় ভিক্ষু,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উগ্য মারমা,তথ্য ও প্রযুক্তির বিষয়ক সম্পাদক উহলাচাই মারমা,আইন বিষয়ক সম্পাদক হলাপ্রুচাই মারমা, নির্বাহী সদস্যবৃন্দ – রুমি চৌধুরী, অংক্যচিং মারমা, কাকলি মারমা,সুইউক্রাচিং মারমা,রুইমোসাই মারমা ও চিংনুমং মারমা।