চট্টগ্রাম জেলার পটিয়ার করল গ্রামের মধ্য শ্মশান ভূমিতে অবস্থানরত শ্মশানচারী সাধক ভদন্ত কল্যানমিত্র স্থবির আর নেই।(অনিচ্চা বত সাংখারা……)
তিনি রবিবার ২৮ নভেম্বর রাত ১০.০০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন।
তিনি করল শ্মশানে শ্মশানিক জীবনযাপন করতেন, এর আগে রাঙ্গামাটি বাঘাইছড়ি তিনদছড়ি নামক গভীর জঙ্গলে ধ্যান সাধনায় রত ছিলেন।