আগামীকাল ১৮ নভেম্বর ২০২১ ইংরেজী,বৃহস্পতিবার –যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার,চট্টগ্রাম পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, দমদমা অভয় শরণ বৌদ্ধ বিহার, ত্রিপুরা নবীন ছড়া তুষিতপুরী বন বৌদ্ধ বিহার,চকরিয়া কেন্দ্রীয় জেতবন বিহার, দিঘীনালা ধুতাংগ টিলা বন বিহার,উখিয়া কোটবাজার পশ্চিম রত্না শাসন তীর্থ সুদর্শন বিহার, লাঠিছড়ি চুলামণি বিহার,সাতবাড়ীয়া শান্তি বিহার, লোহাগাড়া চেঁদিরপুনী নন্দনকানন বিহার, সাতকানিয়া বড়দুয়াড়া মনিয়ারগড় (কেয়াং গর) বিহার, মহালছড়ি করল্যাছড়ি সারনাথ বন বিহার, বোধিপুর বন বিহার, নানিয়ারছড় বেতছড়িমুখ ধর্মোদয় বন বিহার, বরকল শাখা বন বিহার, বরকল কুসুমছড়ি ধর্মগিরি বন কুটির ,সাতবাড়ীয়া শান্তি বিহার, জোয়ারা স্বর্গপুরী বিদর্শন ভাবনা কুঠির,বরুড়া লগ্নসার রোহিতগীরি তপোবন বৌদ্ধ বিহার,গুমানমর্দন সার্বজনীন নালন্দা বিহার,আবুরখীল কেন্দ্রীয় বিহার, ইছামতি ধাতুরত্ন বিহার, পশ্চিম গুজরা বৈদ্যপাড়া সার্বজনীন মহামেধ বিহার, গোমদন্ডী মহামেধ বিহার, খরণদ্বীপ আর্যবোধি বিহার, চন্দ্রাখীল শান্তিধাম বিহার, মধ্যম আধার মানিক সুরৎসিং তালুদার বাড়ি ক্ষেমানন্দ বিহার,রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহার, তালসরা মুৎসুদ্দি পাড়া বিবেকারাম বিহার, বুদ্ধগয়া ইন্টারন্যাশনাল মেডিটেশন সোসাইটি সেন্টার ।