আগামীকাল ১৭ নভেম্বর ২০২১ ইংরেজী, বুধবার–যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
পদুয়া ত্রিরত্ন বিহার,লামা লামারমুখ বনাশ্রম বিহার,উখিয়া কোটবাজার রেজুরকুল সদ্ধর্ম বিকাশ বিহার, ইদিলপুর শাক্যমুনি বিহার, মহেশখালী শীলরক্ষিত প্রজ্ঞাবিমুক্তি বনবিহার, হলদিয়া কুঞ্জবন বৌদ্ধ বিহার, মধ্যম আঁধারমানিক সুরৎসিং বিহার, পদুয়া ত্রিরত্ন বিহার, উত্তর ঘাটচেক অত্তদীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার,মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহার,লাকসাম নুরপুর চাপালচৈত্য বৌদ্ধ বিহার,শাকপুরা ধম্মানন্দ বিহার, পূর্ব ইদিল্পুর শাক্যমুনি বিহার ,পশ্চিম আঁধার মানিক সম্বোধি বিহার, মায়ানী অমিতাভ বৌদ্ধ বিহার,মাইসছড়ি চৌধুরী পাড়া ধর্মসুখ কমলছড়ি বৌদ্ধ বিহার,রামু ফারিকুল বিবেকারাম বৌদ্ধ বিহার, সাতবাড়ীয়া দেওয়ানজীপাড়া শান্তি বিহার, বুদ্ধগয়া ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার, শ্রীপুর আমুচিয়া জ্যৈষ্টপুরা পরমানন্দ বিদর্শনারাম।