আগামীকাল ১৬ নভেম্বর ২০২১ ইংরেজী, মঙ্গলবার–যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
বুদ্ধগয়া বাংলাদেশ বিহার, চকরিয়া বিলছড়ি ত্রিরত্নাঙ্কুর বিহার, খৈয়াখালী ধম্মাবিজয়াম বিহার,রাংগামাটি বংগল তুলী বোধিপুর বন বিহার,উখিয়া মরিচ্যা পুরাতন রুমখা ত্রিরত্ন বিহার, উখিয়া শীলের ছড়া বিনয়াচায সত্যপ্রিয় বিহার, রাংগামাটি কুতুকছড়ি নির্বানপূর বনভাবনা কেন্দ্র,ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার,শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্র, আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার,বরকল হালাম্বা ত্রিরত্ন বৌদ্ধ বিহার, সাতকানিয়া বড়দুয়ারা বেনুবন বিহার, লোহাগাড়া পহরচাঁদা শালবন বিহার, লংগদু তিনটিলা বন বিহার, জোয়ারা খানখানাবাদ পঞ্চরত্ন বিহার, উত্তর গুজরা বৌদ্ধ বিবেকারাম বিহার, পাঁচখাইন সার্বজনীন বিপুলানন্দ বিহার, নবাবপুর সার্বজনীন বিহার ও ভাবনা কেন্দ্র, দক্ষিণ ছিলোনিয়া জিনরাম বিহার, খাগড়াছড়ি সদর মংডু পাড়া, চিত্তসুখ বৌদ্ধ বিহার, চকরিয়া খতিয়ারঘোনা বৌদ্ধ বিহার, মহেশখালী বৌদ্ধ বিহার।