ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১২ নভেম্বর) দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উপসংঘরাজ ভদন্ত শাসনপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে
ধর্মদেশনা করেন বিহারাধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাথের।
প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালের পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের।
সদ্ধর্ম দেশনা করেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো।
সাধারণ সম্পাদকের বক্তব্য প্রধান করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়।
ধর্মদেশনা করেন শ্রীমৎ সুমঙ্গল থের, শ্রীমৎ জ্যোতি আর্য থের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর ২১ নং ওয়াডের কাউন্সিলর জনাব মাসুম গণি তাপস, ৩৭নং ওয়াডের কাউন্সিলর জাহাঙ্গির আলম। অশোক বড়ুয়া, নির্বাহী সভাপতি, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, অমল বুড়ুয়া, সভাপতি, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, ইয়ুথ, অধ্যাপিকা ডা. দিপ্তী বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, উইমেন্স, উত্তম কুমার বড়ুয়া, চেয়ারম্যান, কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উদযাপন পরিষদ, স্বপন বড়ুয়া চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, ঢাকা অঞ্চল।