ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। শুক্রবার (১২ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।
শাক্যমুনি বৌদ্ধ বিহারের পাশাপাশি সেখানের বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজও পরিদর্শন করেন মিলার। তিনি সেখানের ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
একইসঙ্গে স্কুলের শিশুদের সঙ্গেও কিছুটা সময় কাটান তিনি।
রাষ্ট্রদূত মিলার বলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকারকে যারা সমর্থন করেন, তাদের সবার পাশে আছে যুক্তরাষ্ট্র।