আগামীকাল ১৩ নভেম্বর ২০২১ ইংরেজী, শনিবার-যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
ঢাকা বাংলাবাজার বৌদ্ধ বিহার, লোহাগাড়া পুটিবিলা মহাবোধি বিহার,ত্রিপুরা জেতবন বৌদ্ধ বিহার,পশ্চিম আঁধার মানিক সার্বজনীন বুদ্ধরশ্মি বৌদ্ধ বিহার, জুরাজুরি বেনুবন অরন্য কুটির,রাংগামাটি জুরাছড়ি আমতলী ধর্মোদয় বন বিহার, বাঘাইছড়ি বাবুছড়া বন বিহার, মধ্যম শিলক সুগতানন্দ বিহার ও দেবশ্রী বিদর্শন ভাবনা কেন্দ্র, ভূজপুর পশ্চিম কৈয়া শ্মশান বিহার,পানছড়ি শীলাচার বন বিহার, কুমিল্লা লালমাই কেশনপাড় জেতবন বৌদ্ধ বিহার, লোহাগাড়া মছদিয়া জ্ঞান বিকাশ বিহার,টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহার,উখিয়া পাতাবাড়ি আনন্দ ভবন বিহার ,সাজেক বাঘাইহাট বনানী বনবিহার, বান্দরবান জ্ঞানরত্ন বৌদ্ধ বিহার,সুখবিলাস সার্বজনীন লুম্বিনীকানন বিহার, পানছড়ি শীলাচার বন বিহার, করইয়ানগর চৈতন্য বিহার, আবুরখীল দক্ষিন ঢাকাখালি জেতবন বিহার, আমতলি ধম্মোদয় বন বিহার, কানাইমাদারী বিদর্শনারাম বিহার, সুচিয়া সুখরঞ্জন বিহার, জামিজুরী গৌতম বিহার, আবদুল্লাপুর ধাতু চৈত্য বিহার, বালুখালী জগৎজ্যোতি বিহার, পাঁচলাইশ সংঘরাজ শীলালংকার বৌদ্ধ বিহার , লাখেরা অভয় বিহার, মুন্সিগঞ্জ অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্স , কদলপুর শ্মশান বিহার, শ্যামলী আবাসিক সংঘনায়ক শুদ্ধানন্দ-রাজগুরু অভয়ানন্দ বিহার,আবদুল্লাহপুর ধাতু চৈত্য বিহার, দমদমা বিবেকানন্দ বৌদ্ধ বিহার,গহিরা অংকুরঘোনা প্রজ্ঞা নিকেতন বৌদ্ধ বিহার, বান্দরবান বালাঘাটা জ্ঞানরত্ন বৌদ্ধবিহার,টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহার,বেতাগী সার্বজনীন ধম্মানন্দ বিহার।